রাতে ঘুমানোর আগে আমল - রাতে ঘুমানোর দোয়া
প্রিয় পাঠক আপনি কি রাতে ঘুমানোর আগে আমল বা রাতে ঘুমানোর দোয়া সম্পর্কে খোঁজাখুঁজি করছেন বা জানতে চাচ্ছেন ? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আপনি আজকের আর্টিকেলের ভিতরে জানতে পারবেন রাতে ঘুমানোর আগে আমল বা রাতে ঘুমানোর দোয়া সম্পর্কে যাবতীয় সকল তথ্য।
সেই সাথে আরও জানতে পারবেন রাতে ঘুমানোর আগে কি সুন্নত রয়েছে ও রাতে ঘুমানোর আগে কি করণীয় রয়েছে সেসব যাবতীয় সকল তথ্য সম্পর্কে।
পোস্ট সূচিপত্র ঃ রাতে ঘুমানোর আগে আমল - রাতে ঘুমানোর দোয়া
- ভূমিকা
- রাতে ঘুমানোর আগে করনীয়
- রাতে ঘুমানোর আগে আমল
- রাতে ঘুমানোর দোয়া
- রাতে ঘুমানোর আগে সুন্নত সমূহ
- শেষ কথা
ভূমিকা
প্রিয় পাঠক আজকে আমরা আমাদের আর্টিকেলের ভিতর আলোচনা করতে চলেছি রাতে ঘুমানোর আগে আমল বা রাতে ঘুমানোর দোয়া বা রাতে ঘুমানোর আগে আপনার কি করণীয় রয়েছে কি সুন্নত সমূহ রয়েছে সে সকল তথ্য সম্পর্ক নিয়ে আজকের আমাদের আর্টিকেল।
আপনি যদি আজকের আর্টিকেলটি সম্পন্ন পরেন তাহলে একজন ব্যক্তি রাতে ঘুমানোর আগে কি কি কাজ করা দরকার সে সকল কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। সেজন্যে আজকের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ পড়ুন।
রাতে ঘুমানোর আগে করনীয়
প্রতিটি ব্যক্তির উচিত ঘুমানোর আগে কিছু করণীয় রয়েছে সে করণীয়গুলো পালন করে ঘুমাতে যাওয়া। ব্যক্তি যদি ঘুমানোর আগে তার করণীয়গুলো অবশ্যই পালন করে নেয় তাহলে তার সম্পূর্ণ ঘুমটা ভালো হবে এবং নিরাপদ হবে। তাহলে চলুন জেনে নিই প্রতিটি ব্যক্তির ঘুমানোর আগে কি কি করণীয় রয়েছে ঃ
- রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা
- রাতের জন্য কোন প্রকার কাজ না রাখা
- খোলা আকাশের নিচে না ঘুমিয়ে থাকা
- আপনার দরজা জানালা সকল কিছু ভালোভাবে বন্ধ করা
- আপনার কোন খাবারের পাত্র থাকলে তা ঢেকে রাখা
- অজু করা এবং অজু করে পবিত্রতা অর্জন করা
- বিছানা ঝেড়ে নেওয়া
- পারলে চোখের ভিতরে সুরমা লাগানো
- ডান কাতে হয়ে শোয়া
- দোয়া পড়া
- সূরা পড়া
- সকল ইসলামিক আমল গুলো করা
প্রতিটি ব্যক্তির এ সকল কাজগুলো করে রাতে ঘুমাতে যাওয়া। তাহলে ব্যক্তির ঘুম ভালো মতো হবে এবং তার কোন প্রকার টেনশন থাকবে না। কোন ব্যক্তি যদি ইসলামিক সকল আমলগুলো করে দোয়া করে ঘুমায় তাহলে মহান মালিক আল্লাহ তায়ালা যিনি সর্বশক্তিমান সেই রব মালিক আপনাদের ঘুমকে বরকতময় করে দেবে
কি কি দোয়া পড়তে হয় ঘুমানোর আগে বাকি সূরা পড়তে হয় এবং কি কি ইসলামিক আমল রয়েছে এ সকল কিছু আপনি জানতে পারবেন নিচের অংশ থেকে।
রাতে ঘুমানোর আগে আমল
রাতে বিভিন্ন ঘুমানোর আগের দোয়া রয়েছে সে দুয়াগুলো করা। অবশ্যই প্রতিটি ব্যক্তি ঘুমানোর আগে তার এই দোয়াগুলো করা আবশ্যক হিসেবে ধরা যায়। তাহলে চলুন জেনে নিয়ে রাতে ঘুমানোর আগে আমল গুলো সম্পর্কে ঃ
- বিভিন্ন দোয়া আমল করা
- সূরা নাস ও সূরা ইখলাস পড়ে সমস্ত শরীরে ফুল দিয়ে ঘুমিয়ে পড়া
- ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি পড়া
- সূরা বাকারার শেষের দুই আয়াত পড়া
- যদি পারেন সূরা মুলক পড়া
রাতে ঘুমানোর আগে আমল এর মধ্যে এই পাঁচটি হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল। কোন ব্যক্তি যদি এই আমলগুলো করে ঘুমায় তাহলে তার ঘুমকে আল্লাহ তা'আলা বরকতময় করে দেয়। তার অনেক সব হতে থাকে ঘুমে।
রাতে ঘুমানোর দোয়া
রাতে ঘুমানোর আগে বিভিন্ন দুয়ার সূরা ও আমল রয়েছে। যেগুলো করলে অনেক উপকার। কিন্তু রাতে ঘুমানোর আগে হাদীস শরীফ থেকে একটি দোয়া পাওয়া যায়। যে দোয়াটি পড়ে আমাদের ঘুমাতে যাওয়া উচিত। সে দোয়াটি আমাদের জন্য অনেক ফজিলত । তাহলে চলুন জেনে নেই দোয়াটি সম্পর্কে ।
দোয়া টি হলো আল্লহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া। অর্থ হচ্ছে ইয়া আল্লাহ আমি আপনার নাম নিয়ে ঘুমাতে যাচ্ছি এবং শুধুমাত্র আপনার দোয়ায় আমি আবার ঘুম থেকে জাগ্রত হবো।
রাতে ঘুমানোর আগে প্রতিটি ব্যক্তির এই দোয়াটি পড়া দরকার। হাদীস শরীফে বলা আছে রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পড়ার কথা। আমরা যারা পারি ইনশাআল্লহ আমরা চেষ্টা করব রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পড়ার।
রাতে ঘুমানোর আগে সুন্নত সমূহ
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে অনেক আমল করতেন। নবীজির করা কাজগুলোই হচ্ছে আমাদের জীবনে সুন্নত। সুন্নত পালন করাও আমাদের এক প্রকার আবশ্যক। তাহলে চলুন জেনেটিক রাতে ঘুমানোর আগে সুন্নতগুলো ঃ
- অজু করে নেওয়া
- তিন কুল সূরা পড়া
- সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া
- সূরা সুরা মুল পড়া
- তাজবির আমল করা
- সূরা কাফিরুন পাঠ করা
- আয়াতুল কুরসি পাঠ করা
- ঘুমানোর দোয়া পড়া
আরো অনেক আমল রয়েছে ও সুন্নত রয়েছে। কিন্তু নবীজির করা বিশেষ রাতে ঘুমানোর আগে আমল ও সুন্নতের মধ্যে এগুলো বেশি বেশি করতে দেখা যেত হাদিস শরীফে এগুলো বর্ণিত রয়েছে।
অর্থাৎ প্রতিটি ব্যক্তির উচিত রাতে ঘুমানোর আগে ঘুমানোর করণীয় ঘুমানোর আগের সুন্নত ঘুমানোর আগের আমল ইত্যাদি সকল কাজগুলো করে ঘুমাতে যাওয়া। কারণ এগুলো অনেক ফজিলতপূর্ণ ও বরকতময়।
শেষ কথা ঃ রাতে ঘুমানোর আগে আমল - রাতে ঘুমানোর দোয়া
প্রিয় পাঠক আজকে আমরা আমাদের আর্টিকেলের ভিতর আলোচনা করার চেষ্টা করলাম রাতে ঘুমানোর আগে আমল বা রাতে ঘুমানোর দোয়া বা রাতে ঘুমানোর আগে একজন ব্যক্তির কি করনীয় রয়েছে সুন্নত রয়েছে ইত্যাদির শেষ সকল তথ্য নিয়ে।
আজকের আর্টিকেলটি মূলত ছিল একজন ব্যক্তির ঘুমানোর আগে কি কি করণীয় হয়েছে। ব্যক্তি হিসেবে যদি আপনি এই আমলগুলো করে ঘুমাতে যান তাহলে আল্লাহ তায়ালা আপনার ঘুম কে করে দিবে বরকতময় এবং ঘুমের বিনিময়ে আপনি সওয়াব পেতে থাকবেন।
ঘুমের মধ্যে কোন যদি বিপদ হয়ে থাকে আল্লাহতালা আপনার সেই বিপদকে দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমরা ঘুমানোর আগে এই আমল শূন্যতা করণীয় গুলো পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
প্রিয় পাঠক আমাদের আজকের এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো আপনার মূল্যবান মতামতি জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। আজকের আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে। আজকের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
লার্নিং পয়েন্ট ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url